আমরা শেখ হাসিনার ফাঁসি চাই-মোস্তাফিজুর রহমান বাবুল

filter: 0; fileterIntensity: 0.8; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 199.39246; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; motionLevel: -1; weatherinfo: null;

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই ,আমরা মির্জা আজমকে ফেরত চাই, আমরা ওবায়দুল কাদেরকে ফেরত চাই, আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। তিনি বলেন, ১৫/১৬ বছর আমরা ভোট দিতে পরিনাই,ভোট দিয়ে আমরা এমপি বানাতে পারি নাই,ভোট দিয়ে আমরা উপজেলা চেয়ারম্যান বানাতে পারি নাই,ভোট দিয়ে আমরা মেলান্দহ, মাদারগঞ্জ ও হাজরাবাড়ী পৌরসভার মেয়র বানাতে পারি নাই।ভোট দিয়ে আমরা ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বানাতে পারি নাই। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, ও ইউনিয়ন নির্বাচন করতে চায়। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কে হয়েছে ? তিনি উপস্থিত জগণের কাছে প্রশ্ন রাখেন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। যাকে আমরা গণতন্ত্রের মা বলি।মিথ্যা বনোয়াট মামলা দিয়ে ক্যাংগারু কোর্ট বসিয়ে তাকে বছরের পর বছর কারাগারে বন্ধি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে।খালেদা জিয়ার নির্যাতনের কাছে আপনার আমার নির্যাতন কিছুইনা। আমরা আইন নিজ হাতে তুলে নিতে চাইনা। তিনি বলেন, যারা ১৫টি বছর বিএনিপর হাজার হাজার নেতা কর্মীকে মিথ্য বানোয়াট মামলা দিয়ে নির্যাতন করেছে, যারা জুলাই আগষ্টের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্তত দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে,২০/৩০ হাজার ছাত্র জনতাকে আহত করেছে,শত শতৃ ভাইকে গুলি করে অঙ্গুত্ব করেছে, তাদের কি ক্ষমা করা যায়? বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিব, শেখ হাসিনার চাকর জাহাঙ্গীর আলম, মির্জা আজম, তার স্ত্রী আলেয়া আজম,ঝাউগড়ার ফারুক আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের সম্পদের হিসাব চাই। কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। তিনি গত বৃহস্পতিবার মেলান্দহের হাজরাবাড়ী পৌর বিএনপির ১ম দ্বি-বার্ষিক সম্মেলনে হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত ও দলীয় নেতা কর্মী যারা ইহকাল ত্যাগ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজরাবাড়ী পৌর বিএনপির আহবায়ক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে হাজরাবাড়ী পৌর বিএনপির সদস্য সচিব শাহ মোঃ তালাত মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, প্রধান বক্তা হিসেবে বক্তব্যরাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কণেল,মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফয়জুর কবির লাঞ্জু, পৌর আহবয়ক আঃ গফুর, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম,বিএনপি নেতা শেমল তালুকদার, এড. মনোয়ার হোসেন হাওলাদার, হাজরাবাড়ী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুজ্জামান সুরুজ, যুগ্ন আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ, যুগ্ন আহবায়ক মোঃ মুসলিম উদ্দিন,সাবেক ছাত্র নেতা গোলাম হাফিজ নাহিন, মোখলেছুর রহমান মামুন, বিএনিপি নেতা মোঃ বকুল প্রমুখ।