‘আমার মতো ঠোঁট পাওয়ার জন্য লাখ টাকা খরচ করে’

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস্‌’। দর্শকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি এই সিরিজ। সমালোচকদের মতে, ওটিটি-তে এমন বিদেশি সিরিজ বহু রয়েছে। 

তবে অভিনেতা ঈশান খট্টরের অভিনয় প্রশংসিত হচ্ছে। কিন্তু সিরিজের নায়িকা ভূমি পেডনেকরের চেয়ে তার ঠোঁট নিয়ে আলোচনা হচ্ছে বেশি। পর্দায় নাকি ভূমির চেয়ে তার ঠোঁটই বেশি নজর কেড়েছে। 

নেটপাড়ায় এমনই নানা কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। এই প্রথম নয়। চেহারায় অস্ত্রোপচারের জন্য এর আগেও তির্যক মন্তব্যের শিকার হয়েছেন ভূমি। এসব বিতর্কে এবার মুখ খুলেছিলেন তিনি। 

অভিনেত্রী বলেছেন, “মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে। একজন তো আমাকে সরাসরি বলেছিলেন, ‘তোমার ঠোঁট খুব বড়’। কিন্তু এতে সমস্যা কবে থেকে তৈরি হল? এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে।” 

ঠোঁট নিয়ে ভূমির এই মন্তব্য ছড়িয়ে পড়েছিল। তারপরেও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

‘দ্য রয়্যালস্‌’ সিরিজে ঈশানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি। এই প্রথম বার জুটি বাঁধলেন তারা। তাই প্রথম থেকেই তাদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। যদিও পর্দায় নাকি তাদের রসায়ন দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি। 

ঈশান ও ভূমি ছাড়াও এই সিরিজে আরও অভিনয় করেছেন জিনাত আমান, নোরা ফতেহি, সাক্ষী তনওয়ার, মিলিন্দ সোমান, দিনো মোরিয়া, চাঙ্কি পাণ্ডেও।

উল্লেখ্য, এর আগে ভূমিকে দেখা গেছে ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ও ‘ভক্ষক’ ছবিতে। ‘ভক্ষক’-এ তার অভিনয় প্রশংসা পেয়েছিল।