আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার দাবি

নিউজ প্রতিনিধি: শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা,সরকারি নিয়মে বাড়ি ভাড়া ,মেডিকেল ভাতা,সর্বজনীন বদলি, ইবতেদায়ির নীতি মালা দ্রুত বাস্তবায়ন,ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা,অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যানের অর্থ প্রদানের দাবিতে (১৭ ফেব্রুয়ারি) সোমবার বিকাল ৩ টায় ৫৫ পুরানা পল্টন আজাদ সেন্টারে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোটের উদ্যোগে এক আলোচনা সভা,জোটের সভাপতি অধ্যক্ষ ড মাহবুবুর রহমানের পতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন, অধ্যক্ষ ড মোঃ মহিউদ্দিন, অধ্যক্ষ মাওলানা শরীর আবু হানিফ ,উপাধ্যক মাওলানা এ কে এম মাহবুবুর রহমান,অধ্যক্ষ মোঃ আনিসুল হক,সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তৃতাগন বলেন- আলোচনার ভিডিও শতভাগ উৎসব ভাতা,সরকারি নিয়মে বাড়ি,এবং বরখাস্ত কৃত নির্দোষ অধ্যক্ষদের অভিলম্বে চাকুরীতে বহাল করার দাবি,মাদরাসার সভাপতিকে ইসলামি শিক্ষায় শিক্ষিতদের সভাপতি করার জোর দাবি জানানো হয়।