ইআরএফ বর্ষসেরা রিপোর্টার হলেন জামালপুরের কৃতি সস্তান বাবু কামরুজ্জামান

নিজস্ব সংবাদদাতা ; অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বাবু কামরুজ্জামান। তিনি রেসরকারি খাত নিয়ে প্রতিবেদনের জন্য “ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩” এর পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তার প্রতিবেদনের শিরোনাম ছিল “সবুজ কারখানায় ধূসর শ্রমিক”! এর আগেও ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২ পুরস্কার পেয়েছেন তিনি।
গত মঙ্গলবার ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠিকভাবে তার হাতে বর্ষসেরা পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বতীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ বছর প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া, টিভি এই তিনটি ক্যাটাগরিতে অর্থনীতির ৯টি বিষয়ের উপর ১৬৮টি প্রতিবেদন জমা পড়েছিল। এখান থেকে সেরা ১৭টি প্রতিবেদন নির্বাচিত হয় এই পুরস্কারের জন্য। অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনের জন্য “ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং” পুরস্কার পেয়েছেন মোট ১৭ জন সাংবাদিক। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ, নগদের প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণণ সম্পাদক আবুল কাশেম। উল্লেখ্য, বাবু কামরুজ্জামান দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে নিয়মিত টক শো উপস্থাপনাও করছেন তিনি। এরই মধ্যে সাংবাদিকতায় বিশেষ অবদান ও কাজের স্বীকৃতি হিসেবে অ্যাকশন এইড ইয়ুথ জার্নালিজম অ্যাওয়ার্ড, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ- অ্যামচেম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স ও ইআরএফ এর যৌথ উদ্যোগে ইআরএফ-বিসিসিসিআই অ্যাওয়ার্ডসহ পেয়েছেন উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা। তার জন্ম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাথরেরচর গ্রামে। ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে সাংবাদিক বাবু কামরুজ্জামান বলেন, এটি অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের কাজের বড় মূল্যায়ন ও স্বীকৃতি যার সুযোগ করে দিয়েছে ইআরএফ। নতুন উদ্ভাবন ও সাংবাদিকতায় আরো বেশি উদ্বুদ্ধ করবে এই সম্মাননা।