ইজিবাইকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলা নরুন্দি আড়ালিয়া রোডে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন এক পুলিশ সদস্য। নিহত কনস্টেবলের নাম মোঃ আবিদ হোসেন (৩৫)। তিনি নরুন্দি তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ সদস্য ছিলেন। এই ঘটনায় পুলিশ সদস্যের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ৩০ জুলাই দুপুরে নরুন্দি তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে জামালপুর এর উদ্দেশে রওনা হলে আড়ালিয়া এলাকায় ইজি বাইক এর সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয় তখন তার বুকের আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান স্থানীয় লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে কান নাক মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে এবং দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে নরুন্দি তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টু আইসি) জানান, ইজিবাইকটি আটক করার হয়েছে। পুলিশ সদস্য আবিদ হোসেন এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জামালপুর জেলা পুলিশ। এই ঘটনা আবারও সড়কের নিরাপত্তা এবং বেপরোয়া ইজিবাইক চলাচলের বিষয়টি সামনে আনল। স্থানীয়দের দাবি এলাকায় বিভিন্ন স্থানে ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল প্রায়শই দুর্ঘটনার কারণ নিরীহ মানুষের প্রাণ হারাচ্ছে৷ এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী৷