ঢাকাস্থ্ আজাদ সেন্টারে ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ আহমেদ আলীর সভাপতিত্বে রবিবার (১৩ অক্টোবর) এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ডঃ এ কে এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি জনাব ডক্টর হানিফ খান, মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, অধ্যক্ষ -উপাধ্যক্ষ ফোরামের সভাপতি অধ্যক্ষ মো: মাইনুদ্দিন উদ্দিন, ইসলামী ঐক্য আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল হোসেন সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নে লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
১। বর্তমান কমিটিকে শক্তিশালী করার জন্য জনাব মুসলেউদ্দীনকে আহ্বায়ক ও জনাব রেজাউল হককে সদস্য সচিব করে মোট ৬৬ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২। আগামী ৩১ /১০ /২৪ তারিখের মধ্যে গঠনতন্ত্র ও পরিচিতি চূড়ান্ত করা হবে।
৩। আগামী ৩১শে ডিসেম্বর এর মধ্যে প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় আহবায় কমিটি
আহ্বায়ক
১ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, আহ্বায়ক নোয়াখালী,
২। সদস্য সচিব মোঃ রেজাউল হক নওগাঁ,
৩। সদস্য যথাক্রমে হাফেজ মাওলানা আহমেদ আলী নরসিংদী
৪। মোহাম্মদ খলিলুর রহমান বাগেরহাট
৫। মোঃ হাসনাইন ভোলা
৬। এল এম রফিক মানিকগঞ্জ
৭। মিজানুর রহমান খুলনা
৮। নিজামুদ্দিন নোয়াখালী
৮। গাজিউুল হক চাঁদপুর
৯। ওমর ফারুক ময়মনসিংহ
১০। গোলাম আযম কুড়িগ্রাম
১১। শামীম হাসান বগুড়া
১২। ফেরদৌসি ঢাকা
১৩। রেজাউল করিম লালমনিরহাট
১৪। আব্দুল আলিম ময়মনসিংহ
১৫। শহিদুল ইসলাম বগুড়া
১৬। শরিফুল ইসলাম সাতক্ষীরা
১৭। আজিজুর রহমান নড়াইল
১৮। রফিকুল ইসলাম বান্দরবান
১৯। জাহাঙ্গীর আলম নাটর
২০। ইলিয়াস হোসেন ফরিদপুর
২১। মতিউর রহমান চট্টগ্রাম
২২। মুকাদ্দেম সিলেট
২৩। জসীমউদ্দীন গোপালগঞ্জ
২৪। ইউসুফ হাওলাদার পটুয়াখালী
২৫। মাকসুদুর রহমান লক্ষ্মীপুর
২৬। এস এম বাসার পিরোজপুর
২৭। মইনুল হক খাগড়াছড়ি
২৮। নাসির উদ্দিন ফেনী
২৯। আব্দুল খালেক দিনাজপুর
৩০। হাফেজ রেজাউল করিম টাঙ্গাইল
৩১। মামুনুল হক
৩২। রায়হান সিলেট
৩৩। কাজী আনসারুল ইসলাম লালমনিরহাট
৩৪। হাবিবুর রহমান ঠাকুরগাঁও
৩৫। মোঃ আমজাদ হোসেন মানিকগঞ্জ
৩৬। আনিসুর রহমান চাঁদপুর
৩৭। মুদ্দাসসির আলী বাগেরহাট
৩৮। সিদ্দিকুর রহমান কক্সবাজার
৩৯। মেহেদী হাসান কুমিল্লা
৪০। হাসান উদ্দিন খুলনা
৪১। রাশেদুজ্জামান খুলনা
৪২। রেশমা খাতুন যশোর
৪৩। আদম আলী নাটোর
৪৪।ইসমাইল হোসেন খুলনা
৪৫। আমিনুল ইসলাম বিয়ে বাড়িয়া
৪৬। আব্দুল হান্নান পটুয়াখালী
৪৭। আব্দুল্লাহ আল মামুন ব্রাহ্মণবাড়িয়া
৪৮। আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ
৪৯। আমানত খান খাগড়াছড়ি
৫০। শাহজাহান কোভিদ নেত্রকোনা
৫১। খয়রুল কোভিদ নেত্রকোনা
৫২। আবু সাঈদ মুহাম্মদ ইউসুফ সিদ্দিকী ঢাকা
৫৩। সলিমুল্লাহ কুমিল্লা
৫৪। আনোয়ার হোসেন জামালপুর
৫৫। জাকির হোসাইন চট্টগ্রাম