ইসলামপুরের চাঁদাবাজ মনিরুজ্জামানের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরের চাঁদাবাজ মনিরুজ্জামান উরফে আলম চোরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামপুর বাজার বণিক সমিতির আয়োজনে বাজার সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এবং উপজেলা প্রশাসন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। বণিক সমিতির সভাপতি আউয়াল খানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার,হেলাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,বণিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম সরকার, যুগ্ম সম্পাদক বাবলু মন্ডল,প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মান সম্মানকে জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে প্রতি নিয়তই চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্মের মূল হোতা মনিরুজ্জামানের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।