ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে ইসলামপুরে মানববন্ধন হয়েছে, দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি। গতকাল ২০ অক্টোবর রোববার দুপুর ১২টা দিকে উপজেলা অডিটোরিয়াম এলাকায় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের প্রায় ১৪৪ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান, পাথর্শী ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাপধরী ইউনিয়নের ওয়াদুদসহ আরো অনেকে। বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা। ইউপি সদস্যরা জানান, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে। ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, আমরা তৃণমূল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্তর্র্বতী সরকারের পক্ষে কাজ করছি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলেও জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদের দাবি দেশের যেসব ইউনিয়ন পরিষদ সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তদন্ত সাপেক্ষে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেন তারা।
Related Posts
দেওয়ানগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- AJ Desk
- March 11, 2024
খাদেমুল ইসলাম : দূর্যোগ পূর্ব পূর্ণ প্রস্তুতি গ্রহণের আশাবাদ ব্যাক্ত করে জামালপুরের দেওয়ানগঞ্জে রোববার সকালে […]
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) স্কুল ফিডিং অনুষ্ঠানে ৩শ শিক্ষার্থীকে ডিম খাওয়ালো প্রাণি সম্পদ বিভাগ
- AJ Desk
- May 18, 2024
দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) স্কুল ফিডিং অনুষ্ঠানে […]
মেলান্দহে দক্ষতা উন্নয়ন (গাভী পালন)নিবিড় প্রশিক্ষন কোর্সের সমাপনী
- AJ Desk
- March 25, 2024
আব্দুল হাই : জামালপুরের মেলান্দহে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গরুর […]