জাহাঙ্গীর আলম : জামালপুরের ইসলামপুর উপজেলার কিসমতজাল্লা এলাকায় এক গৃহবধূ ও তার পরিবারের ওপর হামলা, শ্লীলতাহানী ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শেফালী বেগম (৩৪) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। শনিবার ২৫ অক্টোবর সন্ধায় মডেল প্রেসক্লাবে জামালপুর এক সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ তুলে ধরেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বুধবার দুপুরে কিসমতজাল্লা এলাকায় বাদিনীর স্বামীর মালিকানাধীন বসতভিটার আঙিনায় বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় বিবাদী তৌহিদুল আনোয়ার বাবু, তার স্ত্রী সূচী বেগম, রিতি বেগমসহ কয়েকজন মিলে দু’চালা ঘর ভাঙচুর করে ঘরের ভেতর থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাদিনীর স্বামী মো. মঞ্জুর কাদের (রুনু) পাহলোয়ানকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে শেফালী বেগম এগিয়ে গেলে বিবাদীরা তাকে কিল-ঘুষি মেরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার হাত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (সিম নম্বর ০১৬৮৩-৬৩৯৫২৩, আইএমইআই নং: ৮৬৫০৯০০৫৭৩৫৪০৯৯/০৮১) ও গলা থেকে ১ ভরি ১ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহত শেফালী বেগমকে ইসলামপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী মঞ্জুর কাদের পাহলোয়ান বলেন, “আমাদের পারিবারিক জমি জবরদখলের চেষ্টা করছে প্রতিপক্ষ। তারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হামলার হুমকি দিয়ে আসছে। এখন প্রকাশ্যে হামলা চালিয়ে আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।”তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা এলাকার প্রভাবশালী হওয়ায় বাদীপক্ষ ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে এবং যে কোনো সময় নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় এলাকাবাসী জানান, উক্ত জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে সাম্প্রতিক এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ইসলামপুরে গৃহবধূর উপর হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
