ওসমান হারুনী : জামালপুরে ইসলামপুরে চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা করার অভিযোগ উঠেছে এক অসহায় দরিদ্র পরিবারকে। অভিযোগে জানা যায়, উপজেলার পলবান্ধা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবাটিকামারী গ্রামে ছমেদ আলী(৬৫) এর সাথে একই এলাকার প্রতিবেশী আশান আলী (৫০) ও স্বাধীন (৪০) গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ভোক্তভোগী ছমেদ আলী পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ আশান আলী(৫০) ও স্বাধীন(৪০) গংরা তাদের বসতভিটার পৈত্রিক সম্পত্তির কিছু অংশ কৌশলে অপর ভাইয়ের কাছে ক্রয় করে নিয়ে তাদের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য সীমানা ভীতর গোয়ালঘর তুলেছে। চলা চলের রাস্তা বের হলেই গালাগালি ও মারধর করার হুমকি দিয়ে আসছে। শুধু বসতভিটা নয় এছাড়াও প্রতিবেশী বড় ভাই সাগর আলীর ছেলে শাহজাহান ও স্বাধীন বন্দরে জমি বেদখল দিয়েছে। চারিদিক থেকে প্রতিবেশীদের অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে কোনঠাসা হয়ে পড়েছেন। ছমেদ আলীর অভিযোগ, প্রতিপক্ষ আনসার সদস্য আশান আলী তাদের পৈতৃক ভিটা-জায়গা থেকে শোয়া এক শতাংশ জমি কিনে নিয়ে সীমানা ঘেঁষে গোয়ালঘর তুলেছে এবং বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় চলাচলের বাঁধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আনসার আলীর এক রাসেল পুলিশ সদস্য হওয়ায় প্রভাবখাটিয়ে তাদের বসভিটা থেকে উচ্ছেদের পায়তারা করছে। এব্যাপারে ভুক্তভোগী ছমেদ আলী পরিবার আইনপ্রয়োগকারী সংস্থাসহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এব্যাপারে ব্যাপারে পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল জানান, চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করা ঠিক নয়, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার মিমাংসা করার চেষ্টা করেছেন। জন প্রতিনিধি হিসাবে তার চেষ্টা অব্যাহত রয়েছে।
Related Posts
মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ইসলামপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
- AJ Desk
- October 7, 2024
ইসলামপুর সংবাদদাতা : ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে […]
জামালপুরে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সনদ গ্রহণ
- AJ Desk
- January 29, 2024
এম.এ রফিক : জামালপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে আয়োজিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান […]
জামালপুর জেলা পরিষদে ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
- AJ Desk
- July 1, 2024
এম.এ রফিক : শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি এই স্লোগানে জামালপুর জেলা পরিষদের মাসিক […]