ইসলামপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ ঘটনায় কৃষক আব্দুল আজিজের মৃত্যু

ওসমান হারুনী ; জামালপুরের ইসলামপুরে আদালতে ডিক্রি রয়েছে এমন দাবিতে জমি দখল করতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষ ঘটনায় বিবাদী পক্ষের আব্দুল আজিজ (৪২) নামে ৪সন্তানের জনক এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরচারিয়া গ্রামে জামাল উদ্দিন ও আব্দুর রহমান গংদের সাথে ৭একর ২৩ শতাংশ জমি নিয়ে শত বছর ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে মোকদ্দমা নং-২৫৬/২১ চলমান। উক্ত মোকদ্দমায় গত ৩১জুলাই ২০২৪ সালে ডিক্রি প্রাপ্ত হয় বলে দাবী আব্দুর রহমান গং বিবাদীদের। ডিক্রিকৃত জমিতে দখলে যাওয়ার জন্য এই নিয়ে গত বৃহস্পতিবার ইসলামপুর থানায় উভয় পক্ষ নিয়ে শালিস দরবারও বসে। কিন্তু এক পক্ষ প্রয়োজনীয় কোন কাগজ দেখাতে না পারায় বিষয়টি কোন মিমাংসা হয়নি। এর পর আদালতের ডিক্রিমূলে সোমবার (২০মে) সকালে বিবাদী আব্দুর রহমান গংরা উক্ত বিরোধকৃত ফসলি জমি নিজেদের দখলে নিয়ে ঘর তুলতে গেলে বাদী পক্ষরা উচ্চ আদালতে বিষয়টি আপিল করেছে বলে ঘর তুলতে বাঁধা দেয়। এই নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাদী জামাল উদ্দিনের পক্ষে শরিফ (৩৫), মাহফুজুর রহমান(৩৫), শাহিদা(৪০), শারমিনা(৪০), নওশির(১৬), কাওয়ার (১৮) এবং বিবাদী আব্দুর রহমানের পক্ষে খাতুন(৪৮),জাহার আলী(৬০) ও আ:আজিজ(৪২)সহ উভয় পক্ষে কম্পক্ষে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি দখলের চেষ্টা ঘটনায় বিবাদী পক্ষের ৬জনকে আটক করা হয়। আহতদের মধ্যে গুরুতর আব্দুল আজিজ(৪৮)কে প্রথমে ইসলামপুর,পরে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থা অবনতি হলে ঢাকায় রেফার্ড করলে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪মে দিবাগত রাতে আড়াইটার দিকে মারা যায় আব্দুল আজিজ। এদিকে নিহত পরিবারে শোকের মাতম চলছে। এই ঘটনায় এলাকায় থম থমে পরিস্হিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল দিচ্ছে। এ ঘটনায় ইসলামপুর থানায় উভয় পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ ও তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ারুল হক জানান, সংঘর্ষে নিহত ঘটনায় আগের অভিযোগের মধ্যে ৩০২ধারা সংযোজন করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ঘটনার আইনানুগ ব্যবস্হা নিতে তদন্ত চলছে।