লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে বাড়ি ঘরে হামলা সহ মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুর পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে ভোক্তভোগী পরিবারের জিয়াউর রহমান ও সাইফুল ইসলাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
তারা অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের বসত বাড়ীর ৪৮ শতাংশ ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান ও হারুনূর রশিদ উজ্জল গংরা। এতে বাঁধা দিলে প্রতিপক্ষ আতাউর রহমান আগা গংরা বাড়ী ঘরে হামলা চালায়। এ সময় অন্তস্বত্তা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।
এসব ঘটনায় তারা ক্ষান্ত না হয়ে নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান মিয়া ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন।
ভূক্তভোগি ওই পরিবার সংবাদ সম্মেলনে প্রশাসনের নিকট এসব ঘটনার সুস্থ্য তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী জানান।
ইসলামপুরে জমি দখল হামলা ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
