ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইসলামপুর সংবাদদাতা : “দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় পান ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার ১০মার্চ সকালে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ আরো অনেকে।