ইসলামপুরে জেলের জ্বালে আগুন

oplus_2

মোহাম্মদ আলী : পারিবারিক প্রতিহিংসার জেরধরে জেলেদের জ্বাল পুড়িয়ে দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এতে করে বেকার হয়ে পড়েছেন জ্বাল ও জলের সাথে জীবন জীবিকার সম্পর্কিত দরিদ্র জেলেরা! গতকাল বুধবার ভোরে ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ার চর ব্যাপারী পাড়ায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওইদিন দুপুরেই ইসলামপুর থানায় ঘটনার সাথে জড়িত ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন, জ্বালের মালিক মোঃ মোরশেদুল আলম। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগসূত্র জানা যায়,জ্বালের মালিক মোঃ মোরশেদ আলম প্রতিদিনের ন্যায় নদী থেকে ফিরে তার দোকান ঘরের সামনে রাস্তার পাশে জ্বাল রেখে দেয়। ঘটনার দিন ভোরে ফজর নামায পড়তে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে যেতে দেখেন একই পাড়ার মরহুম গণি মিয়ার ছেলে, ছামাউন, সামছুল হক ও শহিদুল্ল্যাহ তার জ্বালে আগুন দিয়ে পুড়ছে। এই দৃশ্য দেখে মোরশেদ দৌড়ে এলে জ্বালে অগ্নিসংযোগকারীরা জ্বালের সাথে তাকেও পুড়ে ফেলার হুমকি দিয়ে। অগত্যা সে চিৎকার করে উঠলে তারা পালিয়ে যায়। ততক্ষণে তার জ্বাল পুড়িয়ে ছাঁই হয়ে যায়। অভিযোগকারী মোরশেদ বলেন, প্রায় লাখ টাকা ব্যয়ে প্রস্তুত করা আমার বিশাল জ্বালটির সাথে আমরা ৮/১০ টা জেলে পরিবার জড়িত। এটি আমাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন। আমাদের সে জ্বালটি পুড়িয়ে দেওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে গেছে। এখন আমরা সবাই বেকার হয়ে গেলাম! তবে, প্রতিবেশীর জ্বাল পুড়িয়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এব্যাপারে দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা, এ এস আই, অজয় কুমার রায় জানান, বিষয়টি তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।