শামীম আলম : জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৯ নং গোয়ালেরচর ইউপি মালমারা নয়াপাড়া ফারুক মিয়ার ২৫ শতাংশ আবাদী জমির কাঁচা ধান কেটে নিয়ে যায় একই এলাকার বসবাসরত ভূমিদস্যুরা, সন্ত্রাস ও চাঁদাবাজরা। গত শুক্রবার ৩১অক্টোবর এ ঘটনা ঘটে ফারুক মিয়ার বসতবাড়ীর দক্ষিণ পার্শ্বে ধান ক্ষেতে। পরে ফারুক মিয়া বাদী হয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ বরাবর ১১জনকে আসামী করে অভিযোগ করেন। এ ব্যাপারে বাদী ফারুক মিয়া বলেন, বিবাদীরা ভূমিদস্যু, দাঙ্গাবাজ, দালাল, প্রতারক, সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যের জমি বেদখল প্রকৃতির লোক বটে। অপরপক্ষে আমি সহজ সরল ও নিরীহ প্রকৃতির লোক বটে। বিবাদীদের সহিত আমার দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলিতেছে। উক্ত বিরোধের জেরে বিবাদীগণ বিভিন্ন সময় আমাকে মেরে ফেলার হুমকি, আমার বসতবাড়ী ভাঙ্গচুর ও লুটপাট, আমার আবাদী জমির ফসলাদি কেটে নিয়ে জমি বেদখলসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে। ইতিপূর্বে তারা আমার বাড়ীতে বেইনীভাবে জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করিয়া আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যকে মারপিট, ঘরবাড়ী লোটপাট ও ভাঙ্গচুর করেছে বিধায় আমি বিজ্ঞ আদালতে ৩২৬ ধারাসহ ১৪/০৮/২৫ইং তারিখে একটি ক্রিমিনাল মামলা দায়ের করি। মামলা নাম্বার ৪৪০(১)২৫। উক্ত মামলা করার দায়ে বিবাদীগণ পূর্বের ন্যায় আবারোও হুমকি প্রদান করে। ফলে আমি পুনরায় জামালপুর নির্বাহী কোর্টে ১০৭/১১৭ (সি) দ্বারা মামলা দায়ের করি। মামলা নাম্বার ৯৫২। বিবাদীগণ বিজ্ঞ আদালতে হাজির হয়ে আমার কোন ক্ষতি করবে না, প্রাণ নাসের হুমকি দিবে না এবং আমার আবাদী জমির ফসল ক্ষতি করবে না মর্মে মোচলেখা দিয়ে কোর্টে আত্মসমপর্ণ করে চলে আসে। পরবর্তীতে বিবাদীরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আবারোও সকল ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে আমার রোপনকৃত কাঁচা ধান ক্ষেতে প্রবেশ করে আমার ২৫শতাংশ জমির কাঁচা ধান কেটে নিয়ে যায়। যার অনুমান মূল্য ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করেছে। কাঁচা ধান কাটার ভিডিও ফুটেজ আছে। কাঁচা ধান কাটার হুকুমদাতা, সিরাজুল ইসলাম (৫০) সহ আন্যান্য আসামীগণ, সহিজল (৫২), আফছার আলী (৫৬), সর্বপিতা মাধব শেখ। ছবর আলী (৩৮), ইসরাফিল (৩০), ইসমাইল (৩৫), সর্বপিতা সায়েবুল্লাহ, সায়েবুল্লাহ (৬০)।, হাবিবুর রহমান ৪৮, উভয় পিতা সোহরাব শেখ। সেলিম (২৮), পিতা আফছার আলী। নুরু (২৫), মাসুদ (২৭), উভয় পিতা সিরাজুল ইসলামসহ ৪/৫জন অজ্ঞাত। বিবাদীরা ধান কাটার পর জোর গলায় হুমকি প্রদান করে। যে, যদি কোন মামলা করস, তাহলে তোর পরিবারহসহ তোর লাশ খুঁজে পাবে না। ফারুক মিয়া আরোও বলেন, যেহেতু আমার অভিযোগের কাঁচা ধান কাটার ভিডিও আছে, সত্যতা আছে তাই আসামীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। আসামীদের শাস্তির ব্যাবস্থা না করা হলে পরবর্তীতে তাদের অপরাধ আরোও বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে ইসলামপুর থানার ওসিকে জানানো হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষা আসামীদের বিরুদ্ধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসলামপুরে জোরপূর্বক কাঁচা ধান কেটে নিয়ে যায় ভূমিদস্যূরা
