লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ভটভটি চালক ভুট্টু মিয়া (৪০) মারা গেছেন। গত রোববার ২৩ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার মোশারফগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এক রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত গাড়ির হেলপার টুক্কু মিয়া (২৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ভুট্টু মিয়া ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশাড়িয়াবাড়ী গ্রামের পানাউল্লার ছেলে। ভটভটি চালকের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী বেসরকারি কমিউটার ট্রেন আনুমানিক দুপুর দেড়-টা দিকে ছেড়ে আসে। যাত্রী বোঝাই ট্রেনটি আনুমানিক দুপুর ২টার দিকে মোশারফগঞ্জ রেলস্টেশন পার হয়ে স্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছলে লাইনের উপর থাকা ইট বোঝাই ভটভটিকে ধাক্কা দেয়। এতে লাইনের দুই পাশে ছিটকে পড়ে ভটভটি গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হয় নিহত চালক ভূট্টু মিয়া ও হেলপার টুক্কু মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভটভটি চালক ভুট্টো মিয়া মারা যায়। ইসলাসপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related Posts
হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- AJ Desk
- February 24, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস […]
দেওয়ানগঞ্জে দুর্গম চরাঞ্চলে সাপের কামড়ে মৃত্যু রোধে ৩ দিন ব্যাপী ড্রোন মহড়া
- AJ Desk
- March 6, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিবছর বন্যাকালে সাপের কামড়ে মৃত্যু হয় অসংখ্য মানুষের। বিশেষ করে […]
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা
- AJ Desk
- June 30, 2024
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জামালপুর […]