ইসলামপুরে দায়িত্ব অবহেলায় ৫ শিক্ষককে অব্যহতি ও ৪ পরীক্ষার্থী বহিস্কার

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন শিক্ষককে অব্যহতি এবং অসাদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল ২৭ এপ্রিল রোববার উপজেলার ৪নং চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আচারণ বহির্ভুত কাজ ও দায়িত্ব অবহেলার দায়ে ওই শিক্ষকদের অব্যহতি এবং অসাদুপায় অবলম্বনে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার হয়। অব্যহতি প্রাপ্ত সহকারী শিক্ষক ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের নাছিমা বেগম,বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ,শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির, ৪নং চর হাই স্কুল এন্ড কলেজের মোঃ রহুল আমিন ও পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার। কেন্দ্র সূত্রে জানা যায়, শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরে সহযোগিতায় আচারণ বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ উপজেলায় মাধ্যমিকে ২হাজার ৭শ ৭৪জন, দাখিল ৯শ ৫জন,ভোকেশনালে ৫শ ৪৮ জনসহ মোট ৪হাজার ২শ২৭জন পরিক্ষার্থী ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন শিক্ষককে অব্যহতি ও অসাদুপায় অবলম্বনে তাদের ৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। চলমান পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।