ইসলামপুরে নদী ভাঙ্গনের হুমকিতে পৌর শহর

লিয়াকত হোসাইন লায়ন ; জামালপুরে ইসলামপুরে মরা শাখা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে পৌর শহর। পুরাতন ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর ছোট্ট একটি শাখা নদী পুঠি খাল নামে পরিচিত। বর্তমানে অনেকটাই মরা।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথকে ভেদ করে ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর সাথে সংযোগ স্থাপন করেছে এই নদী। শুষ্ক মৌসুমে শুকিয়ে পুরো নদী। আর বর্ষা মৌসুমে শুরু হয় প্রবল ¯্রােত। এ বছর বন্যা না হওয়ায় ঝিরিঝিরি ¯্রােত বইছে এই নদীতে। পায়ে হেঁটেই পারাপার হওয়া যায় নদীটি।
কিন্তু অতি বৃস্টি ও ঝিরিঝিরি ¯্রােতেই মধ্যেই মরা এই নদীর দুই পাড়ে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। পাথরঘাটা রেল সেতু থেকে সিরাজাবাদ সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে চলছে নদী ভাঙন। ইতোমধ্যে নদী ভাঙনে পৌর এলাকার মৌজাজাল্লা ও সর্দারপাড়া গ্রামের বাউল হাসেমসহ একাধিক অসহায় পরিবারের বসতবাড়ী বিলীন হয়েছে। অসহায় ওই পরিবার গুলো তাদের মাখা গোঁজার ঠাঁই রক্ষায় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সু-দৃস্টি কামনা করেছেন।
এ ব্যাপারে ইসলামপুর পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান জানান, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা হয়েছে।