ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ইসলামপুর সংবাদদাতা ; জামালপুরের ইসলামপুরে স্বনামধন্য নিউ মাইলস্টোন স্কুলের ফলাফল প্রকাশ এবং পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৩১ডিসেম্বর স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার বলেন আজকের শিশু আগামী দিনের পথ প্রদর্শক, শিশুরা ফুলের মতো সুন্দর ও পবিত্র, বাবা-মায়ের পর একজন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। নিউ মাইলস্টোন স্কুলের পরিবেশ পরিস্থিতি খুব চমৎকার। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
নিউ মাইলস্টোন স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ও সমাজসেবক মুকুল চন্দ্র কর্মকার, নারায়ণ চন্দ্র কর্মকার, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, সমাজসেবক মোঃ শাহ ফরিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল, সমাজসেবক খুশ মাহমুদসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা, পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।