ইসলামপুরে প্রতিপক্ষের মিথ্যাচারের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাপ রিপোর্টার : জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মিথ্যাচারের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হারুন অর রশিদের পরিবার।
রবিবার উপজেলার দক্ষিণ ভেংগুড়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে হারুন অর রশিদের মামাতো ভাই দিপু জানান, তার পরিবারসহ ভুক্তভোগী হারুন অর রশিদ উজ্জ্বলের সাথে প্রতিপক্ষ সাইফুল গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনায় আদালত মামলা ও ইসলামপুর থানায় সাধারণ ডায়েরী রয়েছে। কিন্তু মামলা ঘটনা নিয়ে মিথ্যাচার করছে প্রতিপক্ষরা। তিনি আরোও জানান, গত ১৪ জুলাই আমাদের জমি জোর করে দখলে গিয়ে সাইফুল গংরা হামলা চালায়। এক পর্যায়ে আমার ফুফাতো ভাই হারুন অর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আমার ফুফাতো ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। বর্তমানে সাইফুল ইসলাম গংরা আমাদের দখলীয় জমি বেদখলের চেষ্টা করছে। এছাড়াও সাইফুল বাদী হয়ে নিজের বোনকে ভিকটিম সাজিয়ে একটি হয়রানিমূলক মামলাও করেছে। এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।