লিয়াকত হোসাইন লায়ন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ আগস্ট সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। পৌর বিএনপি’র সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব। এতে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদারের সঞ্চালনায় এতে উপজেলা,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপন বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
