ইসলামপুরে ব্রক্ষপুত্র শাখা নদীর পানি বৃদ্ধি-ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত পৌর শহরের মৌজাজাল্লা গ্রামে ব্রক্ষপুত্র শাখা নদীর পানি বৃদ্ধিতে ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী, হুমকিতে ফসলি জমি, ঘরবাড়ি ও নবনির্মিত ব্রিজ। গত কয়েক দিনে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২৮ থেকে ৩০টি পরিবার ভাঙ্গন আতঙ্কে রয়েছে ও প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে ইসলামপুর থেকে বকশীগঞ্জ নবনির্মিত ব্রিজটি হুমকির সম্মুখীন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম মন্ডল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন ২৮/৩০ টি পরিবার হুমকির সম্মুখীন ভাঙ্গন প্রতিরোধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। উপজেলা প্রকৌশলী আমিনুল হক জানান সরজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড. আব্দুস সালাম জানান নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মহোদয়কে অবহিত করলে জরুরী ভিত্তিতে প্রায় ৭ লক্ষ টাকারটি আর এর বরাদ্দ দিয়ে জরুরী ভিত্তিতে কাজটি শুরু করা হয়। কাজটি এখন চলমান রয়েছে।