ইসলামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে হাফিজ পাঠাগারের উদ্যোগে ৩ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত হাফিজ বকুলের স্মৃতি বিজড়িত হাফিজ পাঠাগারের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা-লটারি ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর কিংজাল্লা ঈদগাহ মাঠে ৩ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে হাফিজ পাঠাগারের সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ পাঠাগারের সভাপতি ও ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাস্টার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুূুজ্জামান লুলু, মোহাম্মদপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, ইসলামপুর পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ্ মোঃ বেলাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জিহাদী হাসান খান নাবিল প্রমুখ। হাফিজ পাঠাগারের আয়োজনে ৩ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে ছিল, ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ক্রিকেট- ছোট ও বড় দৌড়- লংজাম্প- হাইজাম্প- মোরগ লড়াই- মেয়েদের চেয়ার খেলা- বালিশ খেলা- গোলক নিক্ষেপ- ম্যারাথন দৌড়-তৃতীয় ও চতুর্থ শ্রেণি শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা- অংক দৌড়-মেয়েদের রশি খেলা- বিস্কুট খেলা- মেয়েদের সুই সুতা খেলা-ছেলেদের টিপপড়া খেলা- মেয়েদের বল নিক্ষেপ ও আকর্ষণীয় লটারি ড্র খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।