ইসলামপুরে রাইছ মিলের পঁচা পানি পড়ে খামারের মাছ মরে যাওয়ার অভিযোগ

oplus_2

ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুর পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া আবাসিক এলাকা মুক্তা রাইছ মিলের ড্রেনের পঁচা পানি ধর্মকুড়া বিলে পড়ে মৎস খামারের তিন লক্ষাধিক টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ উঠেছে।
মৎস খামার মালিক সুৃমন মিয়াসহ স্হানীয় অনেকেই জানান,ধর্মকুড়া বিলের মাছ অনেক সুস্বাদু। বিলটি মালিকানা হওয়া ভাড়া নিয়ে মৎস খামার করে ৫লক্ষাধিক টাকার পোনা মাছ ছাড়া হয়েছে। মাছ গুলি বেড়ে উঠতেই মুক্তা রাইছ মিলের পঁচা পানি পড়ে জলাশয়ের পরিবেশ দূষণ করায় বিলের মৎস খামারের মাছ মরে যাচ্ছে। এব্যাপারে রাইছ মিল মালিককে বিষয়টি অবহিত করেও কোন কাজ হয়নি। গত কয়েক দিন ধরে বিলের মৎস খামারের রই, মিনার কাপ,গ্লাস কাপসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে ভেসে উঠছে। স্হানীয়রা সেই মরা মাছ সংগ্রহ করে বিলের পাড়ে শুকিয়ে শুটকি করছে। মরা মাছের দূর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হয়েছে। এতে করে খামারীর তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত মুক্তা চাল কলের ভাড়াটিয়া মালিক মাসুদ তার মিলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, মিলের পাশ দিয়ে বাজারের পৌরসভার ড্রেনের পানি বিলে গিয়ে পড়ে। তার মিলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি সঠিক নয়।