হাফিজ লিটন : জামালপুরের ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে বসবাস করছেন এক অদ্ভুত পরিবার যাদের শরীরজুড়ে অস্বাভাবিক লোমে ঢাকা।
১২ সদস্যের এই দরিদ্র পরিবারটিকে স্থানীয়রা লোম মানব পরিবার বা দাঁড়িওয়ালা পরিবার নামে চেনে।এই অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্যের কারণে তারা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। কেউ তাদের দেখে ভয় পান, কেউবা করেন উপহাস। সমাজের সঙ্গে মেলামেশা তো দূরের কথা, সাহায্যের হাতও বাড়ায়নি এখনো কোনো সরকারি প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠন।
পরিবারের সদস্যদের অভিযোগ, জন্মের পর থেকেই তাদের শরীরে লোম গজাতে শুরু করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও ঘন হয়ে যায়। ফলে স্কুল, কর্মক্ষেত্র কিংবা সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
পরিবারের নারী সদস্য শিরিনা আক্তার বলেন,
আমার বিয়ে হলেও স্বামীর বাড়ির লোকজন আমাকে মেনে নিতে পারেনি। তাই বাধ্য হয়ে আবার বাবার ঘরেই ফিরে এসেছি।
আরেক সদস্য ভোলা হোসেন জানান,বাইরে কাজে গেলে অনেকে আমাদের পাশে দাঁড়ায় না, কেউ কেউ এড়িয়ে চলে। সমাজে আমাদের মানুষ হিসেবেও গণ্য করে না।
দারিদ্র্য আর সামাজিক অবহেলায় জর্জরিত এই পরিবারটি এখন মানবিক সহায়তা প্রত্যাশা করছে। স্থানীয় সচেতন মহল ও সমাজের বিত্তবানদের কাছে তাদের আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
পরিবারটির খোঁজখবর নিয়েছেন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের বলেন, এটি হরমোনজনিত এক ধরনের জেনেটিক সমস্যা। যেহেতু এটি বংশানুক্রমিকভাবে হয়, তাই অতিরিক্ত উদ্বেগের কিছু নেই। প্রয়োজন হলে চিকিৎসা পরামর্শ দেওয়া সম্ভব।
মানবেতর জীবনযাপন করলেও সমাজে স্বাভাবিকভাবে বাঁচার আকাঙ্ক্ষা ছাড়েননি এই পরিবার। তাদের একটাই চাওয়া—সামাজিক স্বীকৃতি ও একটু সহানুভূতি।
ইসলামপুরে লোম মানব পরিবার বাঁচার লড়াই: চিকিৎসা ও সামাজিক সহায়তা বঞ্চিত
