মোহাম্মদ আলী : সরকারি কাজে অসৎ উদ্দেশ্যে বাঁধা দানকারীদের অন্যায় আচরণের প্রতিবাদ করায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন প্রধান শিক্ষকসহ ৩জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ইসলামপুর থানায় অভিযোগ। গত রোববার, উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চতলা পাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ ও এলাবাসীসূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে চতলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সাজলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পযর্ন্ত ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ৩ কিঃমিঃ রাস্তার কাজ চলছে। ঘটনার দিন স্থানীয় ইউনিয়ন বিএনপির একটি অংশ, অসৎ উদ্দ্যেশে চলমান সে কাজে বাঁধা প্রদান করে। এমতাবস্থায়, এলাকাবাসী বাঁধা প্রদানকারীদের অন্যায় আচরণের প্রতিবাদ করে। এতে দলীয় পরিচয় দানকারী নেতাকর্মীরা ক্ষেপে যায় এবং তাদের উপর সশস্ত্র হামলা করে। এই ঘটনায় চতলাপাড়া সম্রাট একাডেমির শিক্ষক, মোঃ সম্রাট হোসেন পিতা তকদের আলী, মোঃ সুহেল পিতা ছাবেদ আলী, শাহ আলম পিতা তকদের মারাত্বক আহত হন। অতঃপর আহতদের শেরপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে আহতদের একজন শাহজাহান পিতা তকদের আলী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে, ঘটনার পর থেকে বন্ধ আছে রাস্তার কাজ। এলাকায় বিরাজ করছে আতঙ্ক।
হামলার শিকার সাবেক ইউপি সদস্য, শাহ আলম জানান, ৫ অগাস্টের থেকেই স্থানীয় বিএনপির নামধারী কতিপয় নেতা কর্মীরা তাদেরকে জিম্মি করে রেখেছে। মাঝে মধ্যেই মিথ্যা অভিযোগ দিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে অহেতুক হয়রানি করা করছে। বিগতদিনে সমাপ্ত হওয়া প্রকল্পের প্রসঙ্গ সামনে এনে ষড়যন্ত্রের পায়তারা করছে। সবশেষে তারা আমাদের পরিবারের উপর হামলা করে হতাহত ঘটনা ঘটিয়েছে। তারা মবের শিকার বলেও জানিয়েছেন তিনি।
এব্যাপারে চরপুটিমারি ইউনিয়ন বিএনপি ( উত্তর ) এর সাধারণ সম্পাদক, শওকত আলী মাষ্টার বলেন, নাশকতাকারীদের কোনো দল নেই। তারা অপরাধী। আইনের দৃষ্টিতে তাদের শাস্তি হওয়া উচিত। সভাপতি, ডাঃ শাহজাহান বলেন, নির্মাণাধীন রাস্তার মাটি ভরাটের কাজটি করছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের শাহ আলম মেম্বার ষড়যন্ত্র করে তাদের সে কাজটি ছুটিয়ে নিয়ে নিজেরা করার অপচেষ্টায় এঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, তারা ১৭ বছর সকল সরকারি সুবিধা ভোগ করেছে। এখনো তারাই করবে?
ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ পরিহার করে এলাকা ও এলাকার মানুষের স্বার্থে রাস্তাটির কাজ পূণরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ইসলামপুরে সরকারি কাজে বাঁধা প্রদানকারীদের প্রতিবাদ করায় হামলা শিকার
