রুহুল আমিন ; জামালপুরের ইসলামপুর উপজেলার জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য, পাথর্শী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের ২৫ বছরের সফল সাবেক মেম্বার এবং ২০১৫ সালের জামালপুর জেলার শ্রেষ্ঠ মেম্বার সম্মাননা প্রাপ্ত মরহুম আব্দুল হাই মেম্বারকে গত ২৯ নভেম্বর রাতে নৃশংসভাবে হত্যা করা হয়, এই হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার মলমগঞ্জ বাজারে নিহত আব্দুল হাই মেম্বারের খুনীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।এ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য- সাবেক সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, নিহতের ছেলে জুবায়ের হোসেন সুজন ও নিহতের ছোট ভাই আঃ রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পাথর্শী ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আলমাস উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান, মলমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি শামছুল হক প্রধানসহ আরও অনেকে। হাই হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও জনবল সংকটের অজুহাতে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এখন পর্যন্ত মামলার কোন অগ্রগতি না হওয়ায় দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, অনতিবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে তারা এ হুমকি দেন।
Related Posts
কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপিত
- AJ Desk
- February 24, 2024
নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে মহান ২১শে ফেব্রুয়ারী […]
রুপালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী উপলক্ষে আলোচনা সভা
- AJ Desk
- April 30, 2024
এম.এ.রফিক : বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩৩ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন […]
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- AJ Desk
- December 2, 2024
গত ১ লা ডিসেম্বর ২০২৪ ইং তারিখে জামালপুর থেকে প্রকাশিত দৈনিক নবতান পত্রিকায় প্রথম পৃষ্ঠার […]