ইসলামপুর অগ্নিকান্ডে আটটি ঘর পুড়ে ছাই

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার ৪জানুয়ারি রাত দশটার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মোঃ দুদু হাজীর আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।