ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম ১৬ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন বিজয় মেলার আয়োজন করে। সকাল ১০ টায় দিন ব্যাপি বিজয় মেলাটি শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।
এছাড়াও দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তি যোদ্ধা,বীরঙ্গনা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমাম হবি, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ড.এএএম আবু তাহের, উজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা বিএনপি সহসভাপতি উপজেলা পরিষদের সাবে চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা জামায়াতে ইসলামী আমীর রাশেদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক চৌধুরী, সাবেক জেলা ডেপুটি কমান্ডার একেএম হাবিবুর রহমান, বীর মুক্তি যোদ্ধা আমজাদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাদল, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বীর মুক্তি যোদ্ধা শহিদুর রহমান ও সাংবাদিক ওসমান হারুনী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপজেলা ৩০৮ জন মুক্তিযোদ্ধা ও পরিবার সদস্যদের মাঝে শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয়।
সংবর্ধণা ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্হানীয় বিএনপি ও জামায়াতের অংগ সংগঠন ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।