ইসলামপুর গুঠাইলে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘড় পুড়ে ছাই

oplus_2

ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলী পরিবারের ৪টি ঘরপুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার গুঠাইল খামারী পাড়া। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, বুধবার গভীর রাতে ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়নের গুঠাইল খামারী পাড়া কায়জারের ঘরের আগুন লাগে। আগুনে লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কায়জারের আধাপাকা ১টি টিনসেটসহ তার ভাই জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলীর ৩টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। কোথা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বিষয়টি নিশ্চিত করে কেও বলতে পারেনী। তবে ক্ষতি গ্রস্ত পরিবারের লোকদের ধারণা গভীর রাতে দূর্বৃত্ত্বরা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কায়জার জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের ঘরে থাকা মোটরসাইকেল, দুইটি বাইসাইকেল সহ তাদের পরিবারের ৪টি ঘরের সকল আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্হলে পৌছলে তৎক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।