ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুর পাথর্শী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিষেধাজ্ঞা জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে। জানা যায়,ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা বানিয়াবাড়ী গ্রামের ছামিউল(৪০) এর সাথে প্রতিবেশী আইয়ুব আলী(৬০)গংদের বসতভিটা জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
ভোক্তভোগী ছামিউলের অভিযোগ,”ঢেংগারগড় মৌজার বিআরএস খতিয়ান নং-৬৬, বিআরএস দাগ নং-০১, বিআরএস এর মধ্যে জমির পরিমাণ ৪০ শতাংশ তফসলি বর্ণিত আমাদের জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে জমিতে ঘর-বাড়ী উত্তোলন করে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আতেছি। কিন্তু প্রতিপক্ষ আইয়ুব আলী(৬০)গংরা আমাদের উক্ত জমি বেদখল করার জন্য ঘর উত্তোলন করার পায়তারা করছে। আদালত থেকে উক্ত জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও প্রতিপক্ষরা উক্ত জমিতে ঘর উত্তোলন করে জোর পূর্বক ভাবে জমি বেদখল করার চেষ্টা করছে। বাঁধা দিলেও মানছে না; মারধরসহ নানার ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলছি। উক্ত জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরে ইসলামপুর থানায় আরও একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ এসে ঘটনাস্হল পরিদর্শন করে ঘর উত্তোলন বাঁধা দিলেও পুলিশ চলে গেলে আবারও ঘরের কাজ শুরু করে।”তাই এব্যাপারে ভোক্তভোগীরা আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ইসলামপুর থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে অভিযুক্ত আইয়ুব আলী জানান,আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরাও আপিল করেছি। আমাদের ভোগদখলীয় আমাদেরই জমিতেই আমরা ঘরের কাজ করছি। আইন মেনেই আমরা কাজ করবো। ঘরের কাজও বন্ধ থাকবে।
ইসলামপুর পাথর্শী আইয়ুব আলীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ
