ইসলামপুর পৌরসভা গাঁওকুড়া চলাচলের রাস্তা না থাকায় ১০টি পরিবার অবরুদ্ধ!

oplus_2

ওসমান হারুনী : ইসলামপুর পৌর শহরে বসত বাড়িতে যাতায়াতের রাস্তা না থাকা গাঁওকুড়া দর্জি পাড়া ১০টি পরিবার অবরোধ হয়ে পড়েছে। ভোক্তভোগীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগে জানা যায়,ইসলামপুর পৌসভার গাঁওকুড়া দর্জি পাড়া রাস্তা দেওয়ার শর্তে মামুন সিদ্দিকী (৪৭), মাসুম সিদ্দিকী পরিবার গংদের নিকট ২০বছর আগে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি গড়ে তুলে ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া দর্জি পাড়া এলাকায় শিরিন,হাবুলসহ ১০টি পরিবার। দীর্ঘ দিন ধরে তারা চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা বিষয়টি জমি মালিকদের নিকট টাকা বিনিময়ে হলেও রাস্তা অনুরোধ করেও কোন লাভ হয়নি। সম্প্রতি উল্টো রাস্তা না দিয়ে জমি বিক্রি করে চলে যেতে বলছে ভোক্তভোগীদের। এব্যাপারে অভিযুক্ত জমির মালিক মাসুম ও মামুন সিদ্দিকীসহ পরিবারের লোকজন জানান,”আমরা কারও রাস্তা বন্ধ করিনী,আমরা জমি বিক্রি করেছি,তারা আমাদের উম্মুক্ত বসতভিটায় এত দিন চলাচল করেছে। এখন বসতবাড়ির সমস্যা জন্য চারিদিকে টিনের বেড়া দিয়েছি, তারা বাড়ির ভিতর দিয়ে চলাচলের কোন সমস্যা নেই। ” ভোক্তভোগী হাবুল ও শিরিন জানান, গত ১৫দিন ধরে তাদের চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করায় অবরুদ্ধ হয়ে পড়েছে তারা সহ এলাকার ১০টি পরিবার। প্রতিবাদ করলেই জমির মালিকরা আমাদের মারধর ও লাঞ্চিত করছে। রাস্তা না দিয়ে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য চলাচের নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।এমতাবস্থায় তাদের চলাচলের রাস্তা উম্মুক্ত সহ রাস্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভোক্তভোগীরা।