স্টাফ রিপোর্টার ; ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।
বুধবার দুপুরে শহরের তমালতলা¯’ জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে জামালপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অজয় কুমার পাল, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভি ও দেশরূপান্তরের তানভীর আহমেদ হীরা, মাই টিভির শামীম আলম, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, নিউ নেশনের শাহ্ জামাল, মোহনা টিভির উসমান হারুনী, বাংলা টিভির নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, ঢাকা পোস্টের মোত্তাসিন বিল্লাহ, দৈনিক জনবানীর এম. কাওছার সৌরভ, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহা উদ্দন খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ১৯ আগষ্ট দুপুরে হঠাৎ শতাধিক মানুষ মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় অব¯ি’ত দেশের শীর্ষ¯’ানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র“প কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় অফিসের টেবিল, কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০ থেকে ২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মিডিয়া গ্র“পসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামালা, সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।