উন্নয়ন কাজে বাধা ও হুমকির প্রতিবাদে ইসলামপুর উন্নয়ন কমিটির সংবাদ সম্মেলন

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার অংশ হিসেবে দরিদ্রতা দূরীকরণে বাস্তবায়িত ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা, প্রাণনাশের হুমকি ও লুটপাটের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. জালাল সরকার। গত রোববার রাতে পার্থশী ইউনিয়নের মোখশিমলা গ্রামে, উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকত হাসান মিঞার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জালাল সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিঞা তাঁর নিজস্ব অর্থায়নে তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেন। এই কার্ডের মাধ্যমে এলাকার দরিদ্র, অসহায় ও প্রান্তিক পরিবার গুলোকে সাবলম্বী করার জন্য তাদের মাঝে বিনামূল্যে চাল, ডাল, তেল, আটা ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। মানবিক এই উদ্যোগকে ব্যর্থ করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। কমিটির সদস্য ও পণ্য সরবরাহকারীদের ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি খাদ্যসামগ্রী লুটেরও চেষ্টা করা হয়েছে। ইসলামপুরের মানুষের উন্নয়ন ও ধানের শীষের পক্ষে আমরা কাজ করছি। কোনো ভয়ভীতি বা হুমকি আমাদের থামাতে পারবে না।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে আহ্বান জানান যারা এই মানবিক প্রকল্পে বাধা সৃষ্টি করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং উন্নয়ন কমিটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সময় উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, পার্থশী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল প্রমুখ।