উপজেলা প্রেসক্লাবে বকশীগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। মঙ্গলবার ৮ জুলাই বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সার্বিক বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। মতবিনিময় সভায় জামায়াতের পক্ষে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়াল, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহসভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা, সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াত, পৌর জামায়াত, যুব বিভাগ ও শিবিরের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তাদের খোঁজ খবর নেন জামায়াত নেতা নাজমুল হক সাঈদী এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশে পরিবর্তন ঘটেছে। তাই এখন থেকে নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে।
আপনারা সমাজের দর্পন, আপনাদের লিখনির মাধ্যমে আগামীতে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ তথা সারাদেশে ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আমরা আশা রাখছি।
তিনি বলেন ন্যায় ও আল্লাহর আইন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরও এগিয়ে আসতে হবে ন্যায়ের পক্ষে।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী নির্বাচনে জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে সকল গণমাধ্যমকর্মীর সহযোগিতা কামনা করেন অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।