উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক জামালপুরের অধিপরামর্শ সভা

নিজস্ব সংবাদদাতা ; দালালমুক্ত করার মাধ্যমে মানসম্মত ভূমিসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন জামালপুর সদরের সহকারি কমিশনার (ভূমি) তানভীর হায়দার। ১৯ মার্চ ২০২৫ তারিখ সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এর উদ্যোগে জামালপুর সদর উপজেলার ভূমি কর্তৃপক্ষের সাথে উপজেলা ভূমি অফিসে ভূমি সেবার মান উন্নয়নে এক অধিপরামর্শ সভার তিনি এই মতামত ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সনাকের সভাপতি শামিমা খান, ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাদ হুসেন, যুগ্মআহ্বায়ক মনোয়ারা খানম, সদস্য অধ্যাপক কায়েদ-উয-জামান, এসিজি সমন্বয়কারী খাইরুল ইসলাম প্রমুখ।
সনাকের ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাত হুসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি শামিমা খান। তিনি তার বক্তব্যে বলেন, সনাকের নতুন প্রকল্প প্যাকটার মাধ্যমে ভূমি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সেবার মান উন্নয়নে সনাক উদ্যোগ গ্রহন করেছে। ভূমি কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা সনাক-এর সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাকের চলমান প্রকল্প প্যাকটায় উপজেলা ভূমি অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমে উপজেলা ভূমি অফিসের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সভায় জানানো হয়, প্রতিষ্ঠানের তথ্যবোর্ড হালনাগাদ করা, অবৈধ লেনদেন বন্ধ, দালালের দৌরাত্ম, নারীবান্ধব সেবার প্রতিবন্ধকতা, সুপেয় পানির ব্যবস্থা, সেবা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা, ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত স্থানে সিটিজেন্স চার্টার স্থাপন করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এর আগে সহকারি কমিশনার (ভূমি) তানভীর হায়দার তার বক্তব্যে, সনাক-টিআইবি এর এই ধারাবাহিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে নির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি সনাক এবং উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলার ভূমি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সময় ভূমি সেবার মান উন্নয়নে ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরে যে উদ্যোগ গ্রহন করেছে সেখানে ভূমি কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সনাকের ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাদ হুসেন আশাবাদ ব্যক্ত করেন।