অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মেজর মান্নান বলেন, দেশ একজন সফল আইনাজ্ঞকে হারাল। তিনি বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারেরও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এতে বোঝা যায়, তিনি কতটা স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে গেছেন। জাতি একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে হারাল। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।