মোহাম্মদ আলী : ইউনিয়ন পরিষদের অর্থায়ণে সাধারণত রাস্তা ঘাট, ব্রিজ কালবার্ট হতে দেখা যায়। কিন্তু, পথিকের ক্লান্তি জুড়াতে পথের ধারে, গাছের নীচে কোনো বসার স্থান নির্মাণ হতে খুব একটা দেখা যায় না। তেমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৭ং চরবানিপাকুরিয়া ইউনিয়ন। পথের বাঁকে, বকুল গাছের শীতল ছায়াতলে, আরসিসি পিলারের উপর নির্মিত হয়েছে একটি পাকা বসার স্থান। যার উপর বিছানা হয়েছে সুরম্য টাইলস। এই বসার স্থানটি যেন ইট পাথরে বুনা শান্তি ও স্বস্তির একটুকরো চাদর। চর বানিপাকুরিয়া গ্রামের পূর্ব পাড়ার বকুলতলা মোড়ে নির্মিত এই পাকা বসার স্থানটি সবার নজর কেড়েছে। যাতায়াতের পথে সুযোগ পেলেই সবাই একটু বসে যান। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে আড্ডা দেন ও ক্লান্তি জুড়ান। চরপলিশা গ্রামের আমিনুর রহমান, সামিউল ও সোনাহার জানান, গ্রীষ্মের খড়তাপে যখন মানুষ অস্থীর। কোথাও কোনো ছায়া থাকে না। বাতাস থাকে না। তখন এই বকুল গাছের নীচে বসার স্থানটিতে ছায়া থাকে। চারিদিক থেকে খোলা হাওয়া বয়। ওইসময় এই পথে চলাচলরত পথিক ও মাঠে ঘাটে কর্মরত শ্রমিক এবং এলাকাবাসী এখানে বসে বিশ্রাম নেন। এছাড়া সকাল, দুপুর, বিকাল, রাত্র সবমসময় স্থানীয় লোকজন এখানে বসে সময় কাটান। মানুষের শান্তি ও স্বস্তির কথা ভেবে বকুল গাছের নীচে এই বসার সুন্দর আসনটি নির্মাণ করে দিয়েছেন আমাদের গ্রামের রিপন মেম্বার। এব্যাপারে চর বানিপাকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান রিপন বলেন, ২০২৪/২৫ অর্থবছরের টিআর প্রকল্প ও এলাকারবাসীর সহযোগীতায় আমি এ কাজটি করে দিয়েছি।
একটি ব্যতিক্রমী উদ্যোগ
