এক দফা এক দাবি হান্নান তুই কবে যাবি

Oplus_0

মোহাম্মদ আলী : এক দফা এক দাবিতে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক, দুর্নীতিবাজ আবু হান্নানের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।
গতকাল রোববার ২৫ আগষ্ট দুপুরে ২৫০ শয্যা হাসপাতালের ভুক্তভোগী অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী প্রধান সহকারী আবু হান্নান, মুদ্রাক্ষরিক হাবিব ও স্টেনো টাইপিস্ট আঃ ওয়াদুদ এর বদলীর দাবিতে সহকারী পরিচালক বরাবর স্বারক লিপি দিয়েছেন ।
আন্দোলনকারীরা জানান, মোঃ আবু হান্নান একজন চিহ্নিত দুর্নীতিবাজ। বছরের পর বছর যাবত তার অত্যাচারে আমরা নিপিড়িত নির্যাতিত। কোনোক্রমেই আমরা তাকে আর মেনে নিতে পারি না। কিন্তু, হাসপাতাল প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা কতিপয় আওয়ামী লীগের পেতাত্মারা তাকে মদদ দেওয়ার চেষ্টা করছে। তাকে অনতিবিলম্বে বদলী করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
তবে, এব্যাপারে চেষ্টা করেও হান্নানের কোনো মতামত পাওয়া যায়নি। এব্যাপারে ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক, ডাক্তার মাহফুজুর রহমান বলেন, হান্নানের বিরুদ্ধে আন্দোলন কারীরা একটি স্মারকলিপি জমা দিয়েছেন যা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।