এক সিরিজে ৭০০ এর বেশি রান করে গিলের যত রেকর্ড

ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে এক টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করলেন শুবমান গিল। এর আগে সুনীল গাভাস্কার এবং ইয়াশভি জয়সওয়াল একই মাইলফলক স্পর্শ করেছেন। এ ছাড়াও আজ সেঞ্চুরি করার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন গিল।

আজ ম্যাঞ্চেস্টারে চলতি সিরিজের চতুর্থ সেঞ্চুরি করেছেন গিল।এই ইনিংস খেলার পথে চলমান টেস্ট সিরিজে ৭০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। গাভাস্কার এবং জয়সাওয়ালের পর ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন গিল।

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৩২ রান করেন গাভাস্কার। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৭১২ রান করেন জয়সাওয়াল। গিলও এই সিরিজে ৭০০ এর বেশি রান করে ফেললেন। তিনি টপকে গেলেন ২০১৪ সালে এক টেস্ট সিরিজে বিরাট কোহলির ৬৯২ রানের রেকর্ড।

ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করার রেকর্ড গড়লেন গিল। সব মিলিয়ে তিনি ভারতের দ্বিতীয় টেস্ট অধিনায়ক। গাভাস্কার অধিনায়ক হিসাবে ঘরের মাঠে ১৯৭৮-৭৯ মৌসুমে এক সিরিজে ৭০০ এর বেশি রান করেন। সব মিলিয়ে বিশ্বের অষ্টম টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করলেন গিল।

৩৫ বছর পর ম্যাঞ্চেস্টারে ভারতীয় হিসেবে টেস্টে শতরান করলেন গিল। ১৯৯০ সালে এই মাঠে শেষ ভারতীয় ব্যাটার হিসাবে শতরান করেনসেশচীণ টেন্ডুলকার।