এটুপি গ্রুপের চেয়ারম্যানের সহধর্মিণী শাবনুর ইয়াসমিন হ্যাপির জন্মদিন পালিত

জমকালো আয়োজনে এটুপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সহধর্মিনীর জন্মদিন পালন করেছে তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সুশীল সমাজ। ১৪ আগস্ট ( বৃহস্পতিবার) সন্ধ্যায় এটুপি গ্রুপের চেয়ারম্যানের অফিসে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে এটুপি গ্রুপের চেয়ারম্যানের সহধর্মিনী শাবনুর ইয়াসমিন হ্যাপি বলেন-আজ আমার জন্মদিন ছিল। আমার জন্মদিনে আমার স্বামীসহ যারা আমাকে এমন একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।

এ সময় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার মো.আমিনুল ইসলাম বুলু, বাংলাদেশ মানবাধিকার পরিষদের কোষাধ্যক্ষ কে.এম.মইনুল আজিজ,কার্যনিবার্হী সদস্য ব্যারিষ্টার খাজা সাইফ আহসান, চীফ কো-অর্ডিনেটর-মাইনউদ্দিন প্রমুখ।