এনপিএল ফুটবল ২০২৫ আসরের চ্যাম্পিয়ন এফসি কালা, রানার্সআপ পাওয়ার শুটার্স

নিজস্ব প্রতিবেদনঃ নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি) আয়োজিত জমজমাট “নিটার প্রিমিয়ার লীগ (ফুটবল) ২০২৫”—এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই দল এফসি কালা ও পাওয়ার শুটারস। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া ফাইনালে উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত পরিচালক ড. মো. আশেকুল আলম রানা।

ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার মনোয়ার হোসেন রাসেল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের তীব্র প্রতিদ্বন্দ্বিতা, প্রতি মিনিটের আক্রমণ–প্রতি আক্রমণ, স্টেডিয়ামজুড়ে উত্তেজনা—সব মিলিয়ে নিটার মাঠে তৈরি হয় দারুণ এক ফুটবল পরিবেশ। গ্যালারিতে ছিল শিক্ষার্থীদের উৎসুক উপস্থিতি, যারা দলের প্রতিটি ভালো খেলায় চিয়ার আপ করে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন।

প্রথমার্ধে কোনো গোল না হলেও উভয় দলই কয়েকটি জোরালো আক্রমণের চেষ্টা চালায়। গোলরক্ষকদের দক্ষতায় এবং ডিফেন্ডারদের সতর্কতায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে ম্যাচের শেষ মুহূর্তে আসে নাটকীয় পরিবর্তন—একটি দুর্দান্ত আক্রমণ থেকে নির্ণায়ক গোল করে এফসি কালা নিশ্চিত করে এবারের আসরের শিরোপা।

অসাধারণ পারফরম্যান্সের জন্য ১১তম ব্যাচের ফুটবলার ওয়াসিফ পাঠান নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা—দুটি সম্মানজনক খেতাব। অন্যদিকে অসংখ্য সেভের মাধ্যমে দলকে বারবার বিপদমুক্ত করায় সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেয়াস সরকার।

মাঠে খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া নিটারের এই জনপ্রিয় ফুটবল আসর শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উৎসাহ এবং সুস্থ প্রতিযোগিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।