ব্যবসায়ীদের বড় সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আসন্ন নির্বাচন উপলক্ষে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের উদ্যেগে রোববার (১৩ জুলাই) কিচেন ইয়ার্ড রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহবায়ক জাকির হোসেন নয়ন।সভা পরিচালনা করেন বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন । জাকির হোসেন নয়ন বলেন- এবারের এফবিসিসিআইয়ের নির্বাচন আগামী প্রজন্মের কাছে মাইলফলক হয়ে থাকবে। গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকার বিভিন্ন প্রতিষ্ঠান জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে। বক্তব্য রাখেন পরিষদের পক্ষ থেকে এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও পরিষদের উপদেষ্টা গিয়াস উদ্দিন খোকন , ডা. মাহবুব হাফিজ, আতিকুর রহমান,বেলায়েত হোসেন ভূঁইয়া, আনিসুর রহমান বাদশা, তানভির মোহাম্মদ দিপু, মো. বাদল, সাইদ খান, মোস্তাফিজুর রহমান, সাঈদা আখতার প্রমুখ।
এফবিসিসিআইয়ের বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
