জনপ্রিয় মিউজিক অ্যাপ স্পটিফাই ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখার সুবিধা চালু করছে। যা নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করা হয়েছে।
প্রাথমিক ভাবে ১১টি দেশে এই পরীক্ষা শুরু হয়েছে। এই দেশগুলোর স্পটিফাই প্রিমিয়াম ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপে মিউজিক ভিডিও দেখতে পারবেন।
এক প্রতিবেদনে জানা গেছে, স্পটিফাই মিউজিক ভিডিও এই মুহূর্তে অ্যান্ড্রয়েড, আইওএস, ডেস্কটপ ও স্মার্ট টিভি অ্যাপ্লিকেশনে পাওয়া যাচ্ছে।
যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং কেনিয়ার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
জানা গেছে, স্পটিফাই অ্যাপের প্রতিটি মিউজিকের পাশে Switch to Video ট্যাব দেখা যাবে। এখানে ক্লিক করে ওই মিউজিকের ভিডিও দেখা যাবে। ফুল স্ক্রিন, ল্যান্ডস্কেপ মোড ছাড়াও বিভিন্ন ভাবে এই ভিডিও দেখা যাবে। ভিডিওর পাশে লেখা Switch to Audio অপশনে ক্লিক করে ভিডিও বন্ধ হয়ে মিউজিক শোনা যাবে।
ধারণা করা হচ্ছে, এই ফিচার চালুর মাধ্যমে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। কারণ অনেকেই মিউজিক ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করেন।