এবি পার্টির মাধ্যমে নতুন কল্যাণকর বাংলাদেশের সূচনা হবে-এডভোকেট ছানোয়ার হোসেন

নিজস্ব সংবাদদাতা : “পথের ঠিকানা যতই কঠিন হোক, আঁধার সরিয়ে আনবো সূর্যালোক” স্লোগানে সারাদেশের ন্যায় জামালপুরেও পালিত হলো আমার বাংলাদেশ (এবি) পার্টির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে অন্যান্য জেলার মত জামালপুর জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার ২ মে বিকাল ৪টায় শহরের ফৌজদারী মোড়ে এবি পার্টির জেলা কার্যালয়ে দলের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উয্াপন হয়। এই প্রতিষ্ঠা বার্ষিকী উয্াপন উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও জামালপুর জেলা শাখার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও আমার বাংলাদেশ পার্টি জামালপুর জেলা শাখার উপদেষ্টা আব্দুর রাজ্জাক, জামালপুর জেলার যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব এডভোকেট মাহমুদুল হাসান, এডভোকেট জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক, জামালপুর জেলার প্রচার সম্পাদক খালেদুল ইসলাম, আব্দুস সাত্তার, আক্তার হোসেনসহ আরও অনেকে। সভায় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) যুব পার্টির সদস্য ও জামালপুর জেলার সমন্বয়ক মো: শিহাব ইসলাম, যুগ্ম সমন্বয়ক আহসান কবির ও আবুল হাসান সজল। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির শেরপুর জেলা শাখার আহবায়ক শাহজাহান মল্লিক। সভাপতির বক্তব্যে এডভোকেট ছানোয়ার হোসেন এবি পার্টির সূচনালগ্নের কর্মকান্ড স্মৃতি চারণ করেন। এছাড়া কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব, স্বাধীনতার মূলমন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ভবিষ্যতে এবি পার্টির মাধ্যমেই নতুন কল্যাণকর বাংলাদেশের সূচনা হবে। সভা শেষে কেক কেটে এবি পার্টির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।