ইসলামপুর সংবাদদাতা ; জামালপুরের ইসলামপুর উপজেলার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার আওয়ামী দোসর সজল ইগনেসিএস গোমেজ এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাযায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের আগের দিন রাতে নৌকা মার্কাকে জয়লাভ করার জন্য সাবেক ধর্মমন্ত্রীর সাথে গোপন মিটিং করে। যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট এর নির্বাহী পরিচালক গাবরিয়াল রোজারীও এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক ধর্মমন্ত্রীর সাথে গোপন মিটিংয়ের বিষয়ে আমি কিছু জানিনা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল ইগনেসিএস গোমেজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রীর সাথে মিটিংয়ের বিষয়টি স্বীকার করে বলেন আমিসহ আরোও অনেক এনজিও প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।
এরিয়া প্রোগ্রাম ম্যানেজার আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করার অভিযোগ
