ওরা তো কুকুর, ঘেউ ঘেউ করবেই— ক্ষোভ প্রকাশ গোবিন্দার স্ত্রীর

নিঃশব্দে দানা বেঁধেছিল জল্পনা— গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার বৈবাহিক সম্পর্কে কি ফাটল ধরেছে? কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এমনকি ডিভোর্সের গুঞ্জনও উঠেছিল বলিউডের অলিন্দে। 

এবার সেই আলোচনা নিয়ে মুখ খুললেন তাদের আইনজীবী ললিত বিন্দাল। তার বক্তব্য, সুনীতা কিছু মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন ঠিকই, তবে তারপর থেকেই দু’জনের মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা চলেছে এবং বর্তমানে তাদের সম্পর্ক স্বাভাবিক বলেই জানালেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং ও ডিভোর্স নিয়ে চলা জল্পনার কড়া জবাব দিয়েছেন সুনীতা নিজেই। এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোজাসাপটা জানিয়েছেন তিনি, নেতিবাচক কথাবার্তা তাকে বিশেষ প্রভাবিত করে না। 

বরং যারা বারবার গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে অভিনেতার স্ত্রীর কটাক্ষ, “আমার মনে হয় ওরা কুকুর—মানুষ দেখলে যেমন ঘেউ ঘেউ করে, তেমনই।”

তবে এখানেই থেমে থাকেননি সুনীতা। তার কথায়, “যতক্ষণ পর্যন্ত কেউ আমাদের মুখ থেকে কিছু শুনছেন না, ততক্ষণ কিছুই বিশ্বাস করা উচিত নয়। গোবিন্দা খুব ভালো স্বামী। আমাদের জীবন নিয়ে বাইরের কেউ কী ভাবছে, তাতে কিছু এসে যায় না।”

এর পাশাপাশি উঠে এসেছে তাদের ছেলে যশবর্ধনের বলিউডে পা রাখার প্রসঙ্গও। 

সুনীতা জানান, শুরু থেকেই ছেলেকে নিজের পরিচয় তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি। সহকারী পরিচালক হিসেবে ইতিমধ্যেই কিছু ছবিতে কাজ করেছেন যশবর্ধন। 

মা হিসেবে কী বলেছিলেন ছেলেকে? সুনীতার স্পষ্ট জবাব, “ওকে বলেছি, যশবর্ধন হয়ে ওঠো, গোবিন্দা হওয়ার চেষ্টা করো না। গোবিন্দা একজনই, তার জায়গা কেউ নিতে পারবে না।”