পেহেলগামের ঘটনায় কনসার্ট বাতিল করেছিলেন ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, শিগগিরই ফিরবেন। মুম্বাইয়ে তার বহু প্রতীক্ষিত কনসার্টের জন্য ভক্তরাও ছিলেন মুখিয়ে। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
১০ মে অনুষ্ঠানের কথা থাকলেও, কনসার্ট স্থগিত করতে হয়। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শ্রেয়া জানান, চলতি মাসের শেষে অর্থাৎ ২৪ মে ফের পারফর্ম করবেন তিনি।
গায়িকা লিখেছেন, ‘মুম্বাইয়ে নতুন দিন ঘোষণা। আপনাদের ভালোবাসা, ধৈর্য এবং আমাকে বোঝার জন্য ধন্যবাদ। কথা দিয়েছিলাম আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। সংগীত দিয়ে সকলের হৃদয় জয় করতে আসছি। মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও দেখা হবে।’
শুধু তাই নয়, সেই সময় কেটে রাখা পুরোনো টিকিটেই দেখা যাবে অনুষ্ঠান বলেও জানা গেছে। অনুরাগীদের অনুরোধেই দ্রুত তার ফিরে আসা বলেও উল্লেখ করেছেন শ্রেয়া।
অনুষ্ঠান স্থগিত করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টে ভক্তদের উদ্দেশে শ্রেয়া লিখেছিলেন, ‘আমার প্রিয় ভক্তরা, ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাতে চাই যে, আমাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে, মুম্বইয়ের ১০ মে-র নির্ধারিত কনসার্ট স্থগিত করা হচ্ছে।’
তার কথায়, ‘অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। কনসার্ট আমার কাছে গোটা পৃথিবীর সমান। আমি আপনাদের সকলের সঙ্গে অনবদ্য একটি সন্ধ্যা কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’