কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে রবিন রাফানের প্রশিক্ষণ কর্মশালা

কনটেন্ট ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার সক্ষমতা তৈরির লক্ষ্যে কনটেন্ট ক্রিয়েটেদের নিয়ে রাজধানীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানের উদ্যোগে আয়োজিত এই ওয়ার্কশপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৩ জন কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।

ওয়ার্কশপের অন্যতম আকর্ষণ ছিল ভারতের দুইজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মফিজুর রহমান ও রফিকুল ইসলাম। তারা অংশগ্রহণকারীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও কনটেন্ট তৈরির কার্যকরী কৌশল শেয়ার করেন। তারও মনে করেন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররা বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের আরও ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবেন।

ওয়ার্কশপের মূল আলোচ্য বিষয় ছিল ভিডিও প্রোডাকশন ও এডিটিং, আকর্ষণীয় কনটেন্ট তৈরির কৌশল, দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন ও সম্পর্ক বজায় রাখার পদ্ধতি, কনটেন্ট ট্রেন্ড বুঝে প্ল্যাটফর্মের অ্যালগরিদম অনুযায়ী কাজ করা এবং কনটেন্ট থেকে আয়ের উপায় ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ।

রবিন রাফান বলেন, “ডিজিটাল স্কিল এখন সময়ের চাহিদা। সঠিক প্রশিক্ষণ পেলে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটররা বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবে। তরুণদের মাঝে প্রতিভার অভাব নেই, দরকার শুধু দিকনির্দেশনা ও সুযোগ।”

ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। যা তাদের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পেশাগতভাবে আরও একধাপ এগিয়ে যেতে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগও পান।