পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর রামনাবাদ তীরে ভাঙন কবলিত ভেরিবাঁধ মেরামতের দাবিতে গত ২০শে মে এলাকা বাসীর আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন এর সংবাদটি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পরে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাঙ্গা কবলিত এলাকায় ৬০ লক্ষ টাকা ব্যায়ে ভেরি বাধ সংস্কারের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় কলাগাছিয়া ইউনিয়ন এর ভাঙ্গা কবলিত এলাকায় জিও ব্যাগ এর মাধ্যমে কাজের উদ্বোধন করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ছাইদুর রহমান রহ এর সাহেব জাদা মুফতী মুহাম্মদ ছাইফুর রহমান ছাইদী । এসময় আরো উপস্থিত ছিলেন, মো শফিকুল ইসলাম, মো . জাকির হোসেন মোল্লা, মো. তৌহীদুল ইসলাম মাসুদ সিকদার, মো. আব্দুর রাজ্জাক সিকদার, মো. বাদল ডাক্তার, মো. জয়নাল মৃধা, মো . হজু খান, মো . আবু জাফর ঢালী, মো. আলোম হাং, হাফেজ মো. ইউনুস, মো, আলোম সিকদার,
নিরমল চন্দ্র শীল সহ এলাকার সর্ব সাধারন এ সময় উপস্থিত ছিলেন।
কলাগাছিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর রামনাবাদ ভেরিবাদ ও নদী ভাঙ্গা কবলিত এলাকা রক্ষায় জিও ব্যাগ এর মাধ্যমে কাজের উদ্বোধন
